1. admin@bongojournal24.com : admin :
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আশুলিয়ার ৬ টি ইট ভাটায় অভিযান, ৩৬ লাখ টাকা জরিমানা

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৪ বার পঠিত

 

মো:দেলোয়ার হোসেন | সাভার

আশুলিয়ায় অভিযান পরিচালনা করে বায়ুদূষণকারী অবৈধ ৬টি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ৩৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন বলেন, ওই এলাকায় আইনের তোয়াক্কা না করে বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটা স্থাপন করে এর উৎপাদন করছিল অসাধু ব্যবসায়ীরা। বিভিন্ন অভিযোগে পিবিসি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ ঘোষণা, এস আর এম ব্রিকসকের কিলনের আংশিক ভেঙে ৬ লাখ টাকা, ওরিন ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৬ লাখ টাকা, হালাল ব্রিকসকে বন্ধ ঘোষণা করে ৬ লাখ টাকা, নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিলনের আংশিক ভেঙে ৬ লাখ টাকা ও আর ই এস ব্রিকসের কার্যক্রম বন্ধ করে ৬ লাখ টাকাসহ মোট ৩৬ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস এম মনজুর- উল আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়, এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশ, র‍্যাব-৪ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা