নিজস্ব প্রতিবেদক | বঙ্গ জার্নাল
নিজ ঘরে ফ্যানের হ্যাঙ্গারে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল হুমায়রা হিমু।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।
পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা আজ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের হিমুর বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে,হিমুর ছোট বোন ও বয়ফ্রেন্ড হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পুলিশে খবর দিলে হিমুর ফোন নিয়ে ওই বয়ফ্রেন্ড পালিয়ে যান।
এসি জ্যোতির্ময় সাহা বলেন, ‘অভিনেত্রী হুমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে তাঁর স্বজনেরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বর্তমানে উত্তরা আধুনিক কলেজ হাসপাতালে রাখা আছে।’
‘তাৎক্ষণিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।’
অভিনেত্রী হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি নাট্য জগতে প্রবেশ করেন।
হিমু অভিনীত নাটকগুলোর মধ্যে ‘ডিবি’, ‘সোনাঘাট’, ‘চেয়ারম্যান বাড়ি’, ‘শোনে না সে শোনে না’ অন্যতম। ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
বঙ্গ জার্নাল/এম আর
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য