মো: দেলোয়ার হোসেন || সাভার
সাভারে নির্মাণাধীন ভবনের ভেতরে অনধিকার প্রবেশ করিয়া চাঁদা বাজি করে ও নির্মান কাজের শ্রমিকদের মারধর সহ উক্ত ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য হুমকি প্রদানে বাধা দেওয়ায় মারধরের শিকার হয় কুরবান আলী নামের এক ভুক্তভোগী।
সোমবার দুপুরে সাভার কর্ণপাড়ার রয়েল সিটি হাউজিংয়ে এই ঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী কোরবান আলী, মোঃ আল আমিন সহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে কুরবান আলী বলেন, যেহেতু সোসাইটির ভালোমন্দ দেখার জন্য কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিয়েছে তাই আমি ৯৯৯ কল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার বিষয়ে অবগত করার জের ধরে আনুমানিক সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময়ে বিবাদীগণ আমার গ্যারেজে আসিয়া আমাকে এলোপাথারী ভাবে মারধর করে নিলাফুলা যখম করে ও আমাকে হত্যা সহ আমার গ্যারেজ আগুন দিয়ে পুরিয়ে দিবে মর্মে হুমকি প্রদান করে।তাই আমি নিরুপায় হয়ে এদের সন্ত্রাসী কার্যক্রম থেকে রক্ষা পেতে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এর বিচার চাই।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাকিম বিল্লাহ বলেন, এবিষয়ে বাদী বিবাদী অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছে তাই বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবো এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।