আব্দুর রশিদ | কলমাকান্দা (নেত্রকোনা) | প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সোহাগ মিয়া (১৫) নামের একজনের মরদেহ দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরিবারের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের আদেশের পর বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টার দিকে নিজ এলাকার পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।
সোহাগ মিয়া নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের মো. শাফায়েত মিয়ার ছেলে।
এর আগে সোহাগের মৃত্যুর ঘটনায় গত ২০ আগস্ট ঢাকা ডিএমপি ভাটারা থানায় একটি হত্যা মামলা করেন তার বাবা শাফায়েত।
ঢাকা মেট্রো উত্তর মালিবাগ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সিআইডি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফন করা হয়েছিল। তদন্তের স্বার্থে চিফ মেট্রোপলিটন বিজ্ঞ আদালতে মরদেহের ময়নাতদন্তের অনুমতি চেয়ে আবেদন করা হয়। বিজ্ঞ আদালতের আদেশ পাওয়ার পর বুধবার সকালে মরদেহটি তোলা হয়েছে।