বিশেষ প্রতিবেদক | বঙ্গ জার্নাল
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করেছে দলটি। দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে করা হয়েছে বিরোধী দলের উপনেতা। বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার দপ্তরে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় দলের মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ এবং সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধী দলীয় হুইপ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব তথ্য জানিয়ে বলেন, সভার এসব মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। নিয়ম অনুযায়ী, জাতীয় পর্টির সংসদীয় দলের এই মনোনয়নের চিঠি পাওয়ার পর স্পিকার তাতে সম্মতি দিলে জাতীয় পার্টি সংসদের বিরোধী দল হবে, এবং দলটির সভায় যাদের যেই পদে মনোনয়ন দেওয়া হয়েছে তা কার্যকর হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সংসদে কারা বিরোধী দল হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নির্বাচনে বিজয়ী দ্বিতীয় বৃহত্তম দল বিরোধী দল হয়। তবে এবার জাতীয় পার্টি দল হিসেবে দ্বিতীয় বৃহত্তম দল হলেও এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয় পেয়েছে, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের নেতা। স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট করলে তারাও সংসদে বিরোধী জোট হিসেবে ‘বিরোধী দলের’ মর্যাদা পেতে পারে।