বাপ্পি চৌধুরী || স্টাফ রিপোর্টার
উন্মুক্ত সাহিত্য আড্ডায় যোগ দিয়েছেন দেশের এবং দেশের বাইরের বিভিন্ন পর্যায়ে থাকা কবিগন।
গত শুক্রবার (১৫ ই ) ডিসেম্বর রাজধানী ঢাকা’র রমনা পার্কের বটমূলে দেশের এবং দেশের বাইরের বিভিন্ন পর্যায়ে থাকা কবিদের নিয়ে অনুষ্ঠিত হয় উন্মুক্ত সাহিত্য আড্ডা। এতে যোগ দিয়েছেন দেশ এবং দেশের বাইরে কলকাতা থেকে আগত এবং ফ্রান্স থেকে আগত কবিবৃন্দ ।
নজরুল বাঙালির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুদ্র হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী।
উক্ত সাহিত্য আড্ডায় কবিগন তাদের নিজস্ব রচিত কবিতা আবৃত্তি করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কবি বোরহান উদ্দিন, কবি সুবর্ণা অধিকারী, ইসরাত ফ্লোরা, কবি মাহমুদা সুলতানা, কবি রোশন আরা রশো কবি পারুল আক্তার, কবি ইলোরা সুমা, কবি নাসরিন ইসলাম, কাউসার হোসেন,কবি মোঃ নুরুল হুদা, কবি জামাল বিন হোসাইন,কবি হারুনুর রশিদ ,কবি হারুনুর রশিদ,কবি কামরুল জামান মজুমদার ,কবি শফিকুল ইসলাম শ্যামল,কবি রুদ্র হাসান,কবি আব্দুল গণি ভূইয়া,কবি মনজু খন্দকার প্রমুখ।