নিজস্ব প্রতিবেদক | বঙ্গ জার্নাল | নেত্রকোণা
রাতে বাড়ি থেকে খাবার খেয়ে নিজের ব্যবসায়িক গদিঘরে এসে ঘুমিয়েছিলেন। পরদিন দুপুরে সেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সেই বালু ব্যবসায়ীর মরদেহ।
নেত্রকোণার দুর্গাপুুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা এটি আত্মহত্যা। আত্মহত্যাকারী ব্যক্তির নাম আবুল কালাম (৩০)। তিনি নোয়াপাড়া এলাকার মৃত জমির আলী দেওয়ান এর ছেলে। পেশায় তিনি বালু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, নোয়াপাড়া এলাকায় বালু ব্যবসার নিজস্ব গদিঘরে প্রায়ই রাত্রিযাপন করতেন আবুল কালাম । মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রাতের খাবার শেষে গদিঘরে এসে ঘুমিয়ে পড়েন তিনি। বুধবার দুপুরে পরিবারের লোকজন তার মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে তার ভাতিজা শাওন চাচার খোঁজে ওই গদিঘরে এসে দেখতে পায় ভেতর থেকে দরজা আটকানো। ওইসময় তার চাচাকে ডাক দিলে ভেতর থেকে কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে আশপাশের লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে আবুল কালামের দেহ ঘরের আড়ার সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। ঘটনাটি দেখে তারা হতভম্ব হয়ে যান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী বলছেন ছোট ছোট ছেলেমেয়ে রেখে এভাবে চলে যাওয়াটা খুব বেদনার। এখন তার ছেলেমেয়েরা কি অবলম্বন করে বেঁচে থাকবে! নিহতের ভাই নুরু মিয়া কান্নাজড়িত কন্ঠে বলেন,হঠাৎ এভাবে ভাইয়ের মরে যাওয়াটা খুব কষ্টের। আমাদের বুক ফেটে যাচ্ছে। তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিনা।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি মো: বাচ্চু মিয়া সাংবাদিকদের বলেন,বালু ব্যবসায় লস খেয়ে বিপর্যস্ত ছিলেন আত্মহননকারী ব্যক্তি আবুল কালাম। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আমরা এটি আত্মহত্যা বলে ধারণা করছি। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য