নিজস্ব প্রতিবেদক | বঙ্গ জার্নাল
নেত্রকোনার সাদামাটির শহর সুসঙ্গ দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বঙ্গ জার্নালের মিট দ্যা এডিটর অনুষ্ঠান।
সোমবার সন্ধ্যায় উপজেলার নগর কফি লাউঞ্জে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ জার্নালের নির্বাহী সম্পাদক আল মাহমুদ খান তূর্য।
বঙ্গ জার্নালের প্রধান পরিচালন কর্মকর্তা মামুন রণবীরের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সংবাদকর্মী আরিফুর রহমান পাপন,কবি শাওন হাসান,প্রভাষক জনপদ চৌধুরী,দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,প্রগতি বাংলার সম্পাদক মো: মোরশেদ আলম,বঙ্গ জার্নালের স্টাফ করেসপন্ডেন্ট পলাশ সাহা,নেত্রকোনা জেলা প্রতিনিধি নূর আলম,মিজানুর রহমান রুক্কু প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা,আড্ডা ও জলখাবার পর্ব ছিল। এতে আলোচকরা বলেন,বঙ্গ জার্নাল গণমানুষের আস্থার গণমাধ্যম। এটি গণমানুষের কল্যাণে কাজ করছে। বঙ্গ জার্নাল সামনের দিনগুলোতে আরো বড় পরিসরে কাজ করবে এমনটাই প্রত্যাশা। এতে গণমাধ্যমটির কর্মীরাই হবেন প্রধান প্রাণ। এই গণমাধ্যমে তৃণমূলের মানুষের কথা যেভাবে উঠে আসে তা সত্যিই প্রশংসনীয়।
দুর্গাপুরে এমন আয়োজন করায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বঙ্গ জার্নালের নির্বাহী সম্পাদক আল মাহমুদ খান তূর্য। আলোচনা পর্বে তিনি বঙ্গ জার্নালে নতুন মাত্রা সংযোজনের প্রতি গুরুত্ব প্রদান করেন। এছাড়া আরো নতুন কিছু কনটেন্ট নিয়ে আসার কথা বলেন।
সবশেষে সকলে গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য