1. admin@bongojournal24.com : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত দেশ ও জাতির কল্যাণে দোয়া: দুর্গাপুরে সোহেল খানের ইফতার মাহফিল দুর্গাপুরে চার শহীদের পরিবারকে ঈদ উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল বাগাতিপাড়ায় বিএনপির স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবীদের হামলা: ব্যবসায়ী লাঞ্ছিত, সাংবাদিক মারধরের শিকার দেশ ও জাতির কল্যাণ কামনায় দুর্গাপুর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে গাওকান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবচরের বিএনপি আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারীপুর শিবচরে মিথ্যা মানব পাচার মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

পরিবারের দাবি ,দুর্ঘটনা না পরিকল্পিত হত্যা

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ বার পঠিত

 

মোঃ রুবেল আহমেদ || মাদারীপুর

মাদারীপুর শিবচরে আখি আক্তার (২০) নামের এক গৃহবধূর ট্রেনের সাথে ধাক্কায় মৃত্যুর ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার ও স্বজনরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর উপজেলার বন্দর খোলা ইউনিয়নে নুরুদ্দিন মাতুব্বরের কান্দি গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবার দাবি করে, এটি ট্রেন দুর্ঘটনা নয়, একটি পরিকল্পিত হত্যা। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। নিহত আখি আক্তার ওই গ্রামের রাশেদ মুন্সির মেয়ে।

এ ঘটনায় নিহতের বড় ভাই রাকিব মুন্সি বাদী হয়ে রাজবাড়ী রেলওয়ে থানায় গত শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) নিহতের স্বামী মো. হেলাল মুন্সি ও তার আগের স্ত্রী লতা বেগমসহ মোট তিনজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত প্রায় নয় মাস আগে একই এলাকার তোফাজ্জল মুন্সির ছেলে হেলাল মুন্সি নিজের একাধিক বিয়ের কথা গোপন রেখে আখি আক্তারকে প্রেমের প্রলোভন দিয়ে পরিবারের অমতে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার প্রথম স্ত্রীর সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো। একপর্যায়ে স্বামী হেলাল মুন্সি তার আগের স্ত্রী লতা বেগমের যোগসাজশে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হেলাল মুন্সি কৌশলে আখি আক্তারকে পাচ্চর রেল লাইনের উপরে ঘুরতে নিয়ে যায় এবং ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রেনের সাথে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই আখির মৃত্যু হয়।

পরিবারের মতের বিরুদ্ধে হেলালকে বিয়ে করায় আখির সাথে তার বাবা-মায়ের খুব একটা যোগাযোগ ছিল না। ফলে আখির মৃত্যুর পরেও তারা জানতে পারেনি । তাই এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে মৃত্যু দেহটিকে অজ্ঞাত নামা হিসেবে ময়নাতদন্ত করে। কিন্তু ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আখির রক্তাক্ত ছবি দেখে শনাক্ত করতে সক্ষম হয় তার পরিবারের সদস্যরা।

এরপরেই আখির বড় ভাই রাকিব মুন্সি বাদী হয়ে আখির স্বামীসহ মোট তিনজনকে আসামি করে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা প্রেক্ষিতে ১ নং আসামি হেলাল মুন্সিকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেফতার সহ সকল আসামিদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেন নিহতের পরিবার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহতের বাবা, রাশেদ মুন্সি, বড় ভাই রাকিব মুন্সি, চাচাতো চাচা মো. লাবলু মিয়াসহ গ্রামবাসীরা।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা