মামুন রণবীর | বঙ্গ জার্নাল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব পদে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ইমিরেটাস এডিটর নাঈমুল ইসলাম খানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিতে বলা হয়েছে,নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল গত ১০ মার্চ মৃত্যুবরণ করেন। তারপর থেকে গত আড়াই মাস প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদটি শূন্য ছিল। এই শূন্য পদেই নিয়োগ পেলেন নাঈমুল ইসলাম খান।
বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতায় নাঈমুল ইসলাম খান এক আলোচিত নাম। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিলো নব্বই দশকের তুমুল আলোচিত জনপ্রিয় দৈনিক আজকের কাগজ। পরে তিনি ভোরের কাগজ,আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দৈনিক আমাদের অর্থনীতি,আওয়ার টাইম ও আমাদের নতুন সময় পত্রিকা প্রতিষ্ঠা করেন৷