বিশেষ প্রতিবেদক | বঙ্গ জার্নাল
অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে সাংবাদিক কামাল হোসাইনের প্রথম কাব্যগ্রন্থ ‘তুমিও সুখের মতো’। বেহুলা বাংলা প্রকাশনী বইটি প্রকাশ করেছে।
মেলায় বইটি পাওয়া যাচ্ছে ২২৪-২২৫ নম্বর স্টলে। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন দেশের প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের অনুভূতি জানাতে গিয়ে কামাল হোসাইন বলেন, কবিতা লেখি নব্বই দশকের শুরু থেকে। জীবনের শূন্যতার পর শূন্যতা সপ্তাকাশের মতো শূন্য লাগে। প্রথম বই অনেকটা প্রথম সন্তানের মতো। তবে একে যতটুকু যত্ন করা দরকার তা আমি পারিনি। নিজের প্রতিই কোনো যত্ন নেই আমার। কাজের সূত্র ধরে অসংখ্য মানুষের কষ্ট খুঁজে বেড়াই।
তিনি আরো বলেন, মানুষের কষ্টের বাতাসে নিজেকে বাঁচিয়ে রাখি আজকাল। অন্যের কষ্টের সঙ্গে নিজেরটা তুলনা করে দেখি আসলে আমার কষ্টও নাই। এই না থাকা থেকেই ভাবি কিছু একটা থাক। শুভানুধ্যায়ীদের পরামর্শে এলোমেলো লেখাগুলোকে মলাটে বন্দি করার সাহস পাই। যেহেতু আমি খুব সাধারণ তাই আমার লেখা অসাধারণ হবে সে চিন্তাও কখনও করিনি। আমার মতো যারা মনের জমিনে দুঃখ চাষ করে তাদের হয়তো লেখাগুলো ভাল লাগতে পারে। সমাজ পরিবর্তনে লেখালেখির চর্চা থাক অনন্তকাল।
সাংবাদিক কামাল হোসাইন জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হিসেবেও যুক্ত রয়েছেন।