বিশেষ প্রতিবেদক | বঙ্গ জার্নাল
আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। সিনেমার প্রধান চরিত্র হুব্বা’র ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। একই দিন ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশের ৬৩টি প্রেক্ষাগৃহে দেখা যাবে হুব্বা।
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই ব্যক্তি। খুন, মারামারি, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান! বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই মোশাররফ করিম কাজ করলেন। এই সিনেমায় পুলিশের ভূমিকায় আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস।
‘হুব্বা’ বাংলাদেশের যেসব হলে দেখা যাবে :
স্টার সিনেপ্লেক্সের সব শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বগুড়ার মধুবন কমপ্লেক্স,মম ইন, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ মুভি থিয়েটার,নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, কুষ্টিয়ার স্বপ্নীল কমপ্লেক্স, ঢাকার মধুমিতা, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, বিজিবি অডিটরিয়াম, সৈনিক ক্লাব, আনন্দ সিনেমা, নিউমেট্রো সিনেমা, সেনা অডিটরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, জয়দেবপুরের বরষা সিনেমা, ঝুমুর সিনেমা, গাজীপুরের শুভা সুহানা, কাঁচপুরের চাঁদমহল সিনেমা, যশোরের মণিহার সিনেমা, খুলনার লিবার্টি সিনেমা, শঙ্খ সিনেমা, রংপুরের শাপলা সিনেমা, পাবনার রূপকথা সিনেমা, দিনাজপুরের মডার্ন সিনেমা, সিলেটের নন্দিতা, সৈয়দপুরের তামান্না সিনেমা, ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা, বরিশালের অভিরুচি সিনেমা, রাজশাহীর রাজতিলক সিনেমা, মুক্তারপুরের পান্না, মানিকগঞ্জের নবীন সিনেমা, কুলিয়ারচরের রাজ তিলক সিনেমা, গোপালগঞ্জের চিত্রাবাণী সিনেমা, লালমনিরহাটের আলোরূপা, চান্দিনার পালকি সিনেমা, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, শেরপুরের রূপকথা সিনেমা, মধুখালীর নীলা বর্ষা, পটুয়াখালীর তিতাস সিনেমা, কালুখালীর বৈশাখী সিনেমা, দিয়াবাড়ির ফ্যান্টাসী, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল, সাতক্ষীরার সংগীতা, জয়পুরহাটের পৃথিবী সিনেমা, মধুপুরের মাধবী, নাগরপুরের রাজিয়া সিনেমা, ভোলার রূপসী, রাজবাড়ীর সাধনা সিনেমা, নওগাঁর তাজ সিনেমা, নাভারণের তুলি সিনেমা, ঝিনাইদহের প্রিয়া সিনেমা।