এস এম জহিরুল আলম চৌধুরী ||
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজয়নগর থানার পুলিশ। এসময় মাদকদ্রব্য বহনের দায়ে একটি সিএনজি জব্দ করা হয়েছে।
আজ (১৭ ডিসেম্বর) রোববার দুপুর ২ টার দিকে
উপজেলার ৩নং ইছাপুরা ইউপির ফুলবাড়িয়া এলাকায় চান্দুরা – চম্পকনগর সড়কের ব্রীজের উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আমিরপাড়া এলাকার আরব আলীর ছেলে আলকাছ মিয়া (২২)।
এঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মো: আসাদুল ইসলাম জানান, মাদকদ্রব্যসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকদ্রব্য বহনের দায়ে একটি সিএনজি জব্দ করা হয়েছে।