নিউজ ডেস্ক | বঙ্গ জার্নাল
বোরো মৌসুমে কৃষকদের ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেবে সরকার।
বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বোরো মৌসুমে সমলয়ে চাষের জন্য প্রণোদনা দেওয়ার মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে।
প্রত্যেকটি ব্লকের আয়তন হবে ৫০ একর আর খরচে হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।
প্রণোদনার আওতায় কৃষকেরা বিনা মূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন।
বঙ্গ জার্নাল/এম আর
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য