বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব বিজয়নগরের সাংবাদিকরা। প্রেসক্লাব বিজয়নগরের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী( টিপু) ও সাংগঠনিক সম্পাদক আশীষ সাহা নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেন।
শনিবার (১ ফেব্রুয়ারী) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য নজরুল ইসলাম বিল্লাল ও শাজাহান সাজুকে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে প্রেসক্লাব বিজনগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক আশীষ সাহা৷ এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।