1. admin@bongojournal24.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে দুর্গাপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বঙ্গ জার্নাল | নেত্রকোণা

নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সারাদেশে চলছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন।

নেত্রকোণার দুর্গাপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এই টিকা প্রদান করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায় স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের টিকা প্রদান করছেন।

এসময় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেসা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে টিকা প্রদান কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন এই টিকা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে অন্যান্য কিশোরীদের এই টিকা প্রদান করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ বলছেন এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখবে।

ডা. তানজিরুল ইসলাম রায়হান বলেন,মেয়েদের সুরক্ষায় এইচপিভি টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। আমরা লক্ষ্য করেছি টিকা গ্রহণকারীদের মধ্যে একটা আমেজ সৃষ্টি হয়েছে। এটি অন্যন্ত আশাব্যঞ্জক একটি ব্যাপার। ১৮ কর্মদিবসব্যাপী আমাদের এই টিকাদান ক্যাম্পেইন চলবে।

ডা. দীপা সরকার বলেন,অত্যন্ত সুন্দরভাবে দুর্গাপুরে এইচপিভি টিকা প্রদান করা হচ্ছে। টিকা গ্রহণে মেয়েদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

দুর্গাপুরে এইচপিভি টিকা গ্রহণ করে নানা বয়সের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেছে। প্রথমবারের মতো এইচপিভি টিকা প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারের এমন উদ্যোগ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে বলে সকলেই মনে করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা