এস এম জহিরুল আলম চৌধুরী ||বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচনে লড়াইয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের আরেক নেতা, স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও। তিনি কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়া (ফেসবুক) মদ ব্যববসাকে হালাল আখ্যা দিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা জন্ম দেন ফিরোজুর রহমান।
এ অবস্থায় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেই মদ নাকি দুধ কিনবেন- সে সিদ্ধান্ত ভোটারদের ওপর ছেড়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোকতাদির চৌধুরী এমপি।
ইদানীং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় গুরুত্ব পাচ্ছে মাদকের বিষয়টি। ইতিমধ্যেই মাদকবিরোধী বেশ কিছু ফেসবুক পোস্ট করেছেন দলের নেতাকর্মী ও সমর্থকর।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে নির্বাচনী পথসভায় র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, ‘বাজারে দুধও পাওয়া যায় মদও পাওয়া যায়। আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কোনটা নিবেন। আমার পরামর্শ থাকবে আপনারা দুধ কিনবেন। তিনি আরও বলেন, ‘আমি ১৩ বছরে কি করতে পেরেছি সেটা আপনারা জানেন। ভোটের বেলায় বিষয়টি আপনারা বিবেচনা করবেন।’
এ সময় মোকতাদির চৌধুরীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভুঞা, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।