মামুন রণবীর | বঙ্গ জার্নাল
ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের সম্মুখ নারী যোদ্ধা,মহিয়সী শহীদ হাজংমাতা রাশিমণি’র ৭৯তম প্রয়াণ দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি,বিরিশিরি এর আয়োজনে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার দিবসের প্রারম্ভে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে শহীদ হাজংমাতা রাশিমণি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
হাজংমাতা রাশিমণির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ,ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক গীতিকার সুজন হাজং,বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং,আদিবাসী নেতা কমরেড অবনীকান্ত হাজং,উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম,সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর,সাধারণ সম্পাদক কমরেড রূপন কুমার সরকার,কমরেড শামসুল আলম খান,যুগ্ন সম্পাদক কমরেড মোরশেদ আলম,কুল্লাগড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মো. শাহ আলম, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল, এডভোকেট সজয় চক্রবর্তী, কবি ক্রসওয়েল খকসি, উপজেলা হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, রাহী হাজং সহ অনেকে।
আলোচকরা বলেন,সমতল ভূমির কৃষকমুক্তির আন্দোলনের রূপদানকারী হাজংদের কাছে এই দিবসটি ব্যাপক তাৎপর্যপূর্ণ। হাজংরা রাশিমণিকে তাদের জনগোষ্ঠীর মাতা এবং শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই-সংগ্রামের প্রতীক মনে করেন। টংক আন্দোলনে তাঁর অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য হাজংরা তাঁকে একজন বীরাঙ্গনার মর্যাদায় অভিষিক্ত করেন। হাজংদের জাতীয় জীবনে রাশিমণি একজন মহিয়সী নারী। একজন নারীর সম্ভ্রম রক্ষায় আরেকজন নারীর জীবন বলিদান ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।