আন্তর্জাতিক ডেস্ক | বঙ্গ জার্নাল
যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নগরমন্ত্রী টিউলিপ যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। যদিও যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। টিউলিপ এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম আফোলামির স্থলাভিষিক্ত হবেন।
এবার যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে লেবার পার্টি থেকে জয় পান টিউলিপ সিদ্দিক। নির্বাচনে ২৩ হাজার ৪৩২টি ভোট পেয়েছিলেন তিনি। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ডন উইলিয়ামস পান ৮ হাজার ৪৬২টি ভোট।
টিউলিপ সিদ্দিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহানার সন্তান। তাঁর জন্ম ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে। ১৫ বছর বয়স থেকে তিনি হ্যাম্পস্টেড ও কিলবার্নে বসবাস করছেন। ওই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি অ্যান্ড গভর্নমেন্ট বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। টিউলিপ ব্রিটেনের টানা চারবারের নির্বাচিত এমপি।
মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হওয়া টিউলিপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন অথোরিটি ও সেইভ দ্য চিলড্রেনের সঙ্গেও কাজ করেছেন। তিনি ২০১৫ সালের ৭ মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন নির্বাচনী এলাকায় লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন।