মোঃ রুবেল আহমেদ || মাদারীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ শুক্রবার সন্ধ্যায় শিবচরের দত্তপাড়া সূর্যনগর বাজারে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শিশু সরদারের সভাপতিত্বে শিবচর উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-আহ্বায়ক শাজাহান মোল্লা , সাবেক যুগ্ন আহ্বায়ক শাহাদাত কমিশনার, সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন সেলিম, যুবদলের নেতা জসিম মৃধা শাহীন গোমস্তা, অনিক শেখসহ উপজেলা বিএনপির আরো নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান এবং বিএনপির মধ্যে গ্রুপিং বাদ দিয়ে দলকে সংগঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান।