মোঃ রুবেল আহমেদ || মাদারিপুর
মাদারীপুর শিবচরের মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার নামক স্থানে মাগরিবের সময় ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
রফিকুলের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার পিরোজপুর গ্রামে খুরশেদ আলমের ছেলে।
রফিকুল পেশায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন। তিনি পাঁচ বছর ধরে শিবচরে বাখরের কান্দি ভাড়া বাসায় থাকতো। এখানে থেকে তিনি দীর্ঘদিন ভাঙ্গারীর ব্যবসা করেন। মোবাইল ফোনে জুয়া খেলে অনেক টাকা ধার- দেনা হয়ে যায়।
ঋণের টাকা দিতে না পারায় তিনি নিজে আত্মহত্যা করেছে বলে তার আত্মীয়- স্বজনটা জানিয়েছে।
স্থায়ী সূত্রে জানা যায়, রফিকুল মাগরিবের সময় ট্রেনের রাস্তার উপরে ছিল। তবে ঢাকা থেকে ভাঙ্গা গামী রেলের সাথে ধাক্কা খায় সাথে সাথে তার দেহ চার টুকরা হয়ে যায়। বিষয়টি খুব দুঃখজনক। তিনি আমাদের এলাকায় দীর্ঘদিন ভাঙ্গারীর ব্যবসা করত।
রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ খায়রুজ্জামান সিকদার বলেন, স্থানীয়দের সংবাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছেন। বিষয়টি খুব দুঃখজনক। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।