নিজস্ব প্রতিবেদক,নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা। মঙ্গলবার বিকেলে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷
এই বিজয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নেত্রকোনা ১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী,ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজয় শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং বক্তব্য রাখেন। পরে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোশতাক আহমেদ রুহী।
তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মোশতাক আহমেদ রুহী বলেন,দলের ঐক্য প্রতিষ্ঠা করে,বিভেদ দূর করে সবাইকে এক কাতারে সমবেত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত।