1. admin@bongojournal24.com : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের পিতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মোনাজাত দেশ ও জাতির কল্যাণে দোয়া: দুর্গাপুরে সোহেল খানের ইফতার মাহফিল দুর্গাপুরে চার শহীদের পরিবারকে ঈদ উপহার দিলেন ব্যারিস্টার কায়সার কামাল বাগাতিপাড়ায় বিএনপির স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবীদের হামলা: ব্যবসায়ী লাঞ্ছিত, সাংবাদিক মারধরের শিকার দেশ ও জাতির কল্যাণ কামনায় দুর্গাপুর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপুরে গাওকান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবচরের বিএনপি আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মাদারীপুর শিবচরে মিথ্যা মানব পাচার মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

স্মার্ট উপজেলাকে ইসির ‘দুর্গম উপজেলা’ ঘোষণা মানতে পারছে না শিবচরের সাধারণ জনগণ

বঙ্গ জার্নাল
  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৮ বার পঠিত

 

মোঃ রুবেল আহমেদ || মাদারীপুর

সম্প্রতি নির্বাচন কমিশন ৭৪ টি উপজেলাকে দূর্গম ঘোষণা করেছে। যার মধ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলাও রয়েছে। তবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত শিবচর উপজেলা ‘দূর্গম’ বিষয়টি মানতে নারাজ শিবচরবাসী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে।

জানা গেছে, পদ্মা এবং আড়িয়াল খাঁ নদ বেষ্টিত মাদারীপুর জেলার শিবচর উপজেলা ১৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত একটি বৃহৎ উপজেলা। পদ্মাসেতু পার হয়ে মাত্র কয়েক মিনিটের পথ শিবচর! পদ্মাসেতু হবার পর শিবচর থেকে ঢাকার দূরত্ব মাত্র এক থেকে দেড় ঘন্টার। ঢাকার যাত্রাবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মহাসড়কটির পদ্মাসেতুর পর থেকে শিবচরের উপর দিয়ে দক্ষিণাঞ্চলে গিয়েছে।

আভ্যন্তরীন যোগাযোগের ক্ষেত্রেও শিবচর সদর থেকে প্রতিটি ইউনিয়নের সাথে রয়েছে পাকা সড়ক। নদীর উপর রয়েছে একাধিক সেতু। নির্বাচন কমিশনের দূর্গম এলাকার তালিকায় শিবচরকে কোন ভাবেই মানছেন না শিবচরের সাধারণ মানুষ। যোগাযোগ ব্যবস্থায় আধুনিক হয়েও শিবচর উপজেলাকে দূর্গম ঘোষণা করায় অনেকটাই হতবাক শিবচরবাসী! সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানান প্রতিক্রিয়া প্রকাশ করে পোষ্ট দিতে দেখা গেছে অনেকের মধ্যে।

এশিয়ান টেলিভিশনকে শিবচরের স্থানীয়রা জানান,’সংবাদ মাধ্যমে জানতে পারলাম, ইসি ৭৪ টি উপজেলাকে দূর্গম বলে চিহ্নিত করেছে। এর মধ্যে আমাদের শিবচরও রয়েছে। শিবচরের কোনো এলাকা তো দূর্গম নয়। সড়ক পথে প্রত্যন্ত গ্রাম পর্যন্তও এখন সহজেই যাতায়াত করা হয়। চরাঞ্চলেও রয়েছে আধুনিক পাকা সড়ক। এরপরও শিবচর উপজেলা দূর্গম হলে কীভাবে তা বোধগম্য না।’

মাজারুল ইসলাম নামে ঢাকায় কর্মরত শিবচরের এক বাসিন্দা বলেন,’শিবচরকে দূর্গম বলে চিহ্নিত করার নিউজ দেখে অবাক হলাম! শিবচর কিভাবে দূর্গম উপজেলা হয়! পদ্মাসেতুর সাথে সাথে শিবচরের মধ্যে যতগুলো নদী-খাল-বিল রয়েছে সেখানেও সেতু আছে। গ্রাম পর্যায়ে পাকা সড়ক ব্যবস্থা। পদ্মার তীরবর্তী ২/১ টি গ্রামে যেতে হয়তো সমস্যা হতে পারে। তবে পদ্মার তীর এলাকার অনেক গ্রাম পর্যন্তও পাকা সড়ক রয়েছে।’

মো. হাবিবুল্লাহ বাহার নামে আরেক ব্যক্তি বলেন,’শিবচরের মতো আধুনিক উপজেলা বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। যোগাযোগ ব্যবস্থায় এ উপজেলা কোন অংশে পিছিয়ে নেই।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ জানান,’শিবচরের চরজানাজাত ও কাঁঠালবাড়ী ইউনিয়ন দুটি পদ্মাবেষ্টিত। চরজানাজাতের মূল ভূখন্ডে যোগাযোগ করতে সড়ক পথের ব্যবস্থা নাই। তাছাড়া নদী ভাঙনে ইউনিয়নটির মাত্র একটি ওয়ার্ড টিকে আছে। অন্যদিকে কাঁঠালবাড়ী ইউনিয়নেরও অনেক স্থান নদীতে বিলীন ও চরাঞ্চল। মূলত এ দুটি ইউনিয়নের জন্যই দূর্গম হিসেবে গণ্য করা হতে পারে বলে আমার ধারণা।’

উল্লেখ্য,যোগাযোগ ব্যবস্থার ওপর ভিত্তি করে ২৩ জেলার ৭৪টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত লোকবলের ভাতা নির্ধারণের জন্য দুর্গম এলাকার বিষয়টি নিয়ে আলোচনার পর ওই সিদ্ধান্ত এসেছে। এতে ২৩টি জেলার ৭৪টি উপজেলাকে দুর্গম এলাকা হিসেবে বিবেচনা করে উপজেলাসমূহে তথ্য সংগ্রহকারী ও অন্যান্যদের জন্য ভাতা/সম্মানী এবং অন্যান্য খাতে অর্থ বরাদ্দ নির্ধারিত হারের চেয়ে দেড়গুণ করা হয়েছে। দূর্গম উপজেলার মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলাও রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা