বাপ্পি চৌধুরী || স্টাফ রিপোর্টার
ঐশী প্রেম ও মানবতার সেবায় হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এই প্রতিপাদ্য’কে সামনে রেখে
হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন ও ইলমে তাসাউফ এর ৩৩ তম ব্যাচের সনদ প্রদান
উপলক্ষে ঢাকার আগারগাঁও ইসলামিক ফাউণ্ডেশনের ৭ম তলায় একটি সেমিনার করা হয়।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেমিনারের যাত্রা শুরু করা হয়।
এর পর একে একে বিশেষ অতিথিদের বক্তব্যে
হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর লেখা বই থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়।তার মধ্যে সৃষ্টির সেবাই পরম সেবা এর ব্যাক্ষা বিশ্লেষণ করেন তারা।
ইমাম সমিতির যুগ্ন – মহাসচিব ও আহ্ছানউল্লা ইনিস্টিউট অব সুফিজমের অধ্যাপক, আলহাজ্জ মুফতী মাওলানা শাঈখ মূহাম্মাদ উছমান গনীর তত্বাবধানে
৩১ জন ইমাম ও মুফতী মাওলানার হাতে সনদ তুলে দেন- বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও
বাংলাদেশ জাতীয় ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক ড.বশিরুল আলম।
মধ্যাহ্ন ভোজের পরবর্তীতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।