নিজস্ব প্রতিবেদক | বঙ্গ জার্নাল | ঢাকা
বাংলাদেশের জনপ্রিয় লেখক,কথাসাহিত্যিক, চলচ্চিত্র ও নাট্যনির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা। মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে নুহাশপল্লীর লিচুতলার সমাধি প্রাঙ্গণে প্রায় ৫০০টি মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কেটে লেখক হুমায়ূন আহমেদকে স্মরণ করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূন কবর জিয়ারত করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা। পরে লেখকের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত ও শুভানুধ্যায়ীরা লেখকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এবারও নুহাশপল্লীতে হুমায়ূন পরিবার,তার ভক্ত,কবি, লেখক আর নাট্যজনেরা নন্দিত এ লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে এসেছেন।
হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার মোহনগঞ্জে তার মায়ের বাড়িতে। তার পৈত্রিক বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।
সম্পাদক ও প্রকাশক : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান
নির্বাহী সম্পাদক : আল মাহমুদ খান তূর্য