নিজস্ব প্রতিবেদক || মানিকগঞ্জ
আসন্ন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মানিকগঞ্জ।
সোমবার (২০ মে) বিকেলে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তন কেন্দ্রে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর MIPS প্রকল্পের সহায়তায় পিএফজি এ মতবিনিময় সভার আয়োজন করেন।
চেয়ারম্যান প্রার্থী দীপক ঘোষ বলেন, আগামী ২২ তারিখ বেলা সাড়ে ১১ টায় মানিকগঞ্জ প্রেস ক্লাবে আমার নির্বাচনের ইশতেহার ঘোষণা করব।
নদী প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করতে ১০০ দিনের কর্মসূচি পালন করব।
চেয়ারম্যান প্রার্থী সুদেব কুমার সাহা বলেন, আমার জীবনে বেশ কিছু পদক্ষেপ পার করে এই অবস্থানেএসেছি। সকালের সুর্য দেখলে যেমন সারাদিনের সব কিছু বোঝা যায়, তেমনি আমি পুরোনো দিনে অনেক যায়গার দায়িত্ব পালন করেছি সেই গুলো দেখে আমার সব কিছু বুঝে ভোট দিবেন। আমি যখন যে পদে ছিলাম আলোকিত করার চেষ্টা করেছি।
অবৈধ চাদাবাজি, বালু খনন সহ সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকব।
উক্ত মতবিনিময় সভায়, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যসহ পিএফজি’র নেতৃবৃন্দ, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।